হেলাল উদ্দিন, টেকনাফ :: বর্ডার গার্ড ২ বিজিবি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলু বনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্থানীয় এক মাদক কারবারীকে আটক করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান , বুধবার ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির জওয়ানেরা উলুবনিয়া পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল কৌশলী ভাবে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন মানুষ একটি ব্যাগ নিয়ে সামনের দিকে আসতে দেখে বিজিবি জওয়ানেরা দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে।
তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা চালানের একাংশ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং মধ্যম উলুবনিয়ার মোঃ মীর কাশেমের পুত্র মোঃ ফয়সাল হোসেন (২৫) কে একটি ব্যাগসহ আটক করে।
পরে, আটক ব্যক্তির ভাষ্য মতে ধান ক্ষেত থেকে ২০ হাজার ইয়াবা ও তার হাতে থাকা ব্যাগ থেকে ২০হাজার ইয়াবা সবমিলিয়ে মোট ৪০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy