হেলাল উদ্দিন,টেকনাফ(২৫ জুলাই) :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক যুবক পরিবারের সাথে অভিমান করে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
২৫ জুলাই সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলার দক্ষিণ জাদিমোরা ওমর খাল ব্রীজের উত্তর-পশ্চিম পার্শ্বে মালয়েশিয়া প্রবাসী জাফর আহমদের পুত্র ওসমান গণি (২০) কে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
পরে বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়েছে। নিহত যুবক পেশায় একজন মাইক্রোবাস চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ওসমান গণি বিভিন্ন এলাকার মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বাড়িতে একেক সময়ে একেক জনকে বিয়ে করে আনার জন্য মা-বাবাকে চাপ দিতে থাকে। মা-বাবা এসব না মেনে নিজেদের পছন্দমত বউ আনার কথা জানিয়ে দেয়। এতে তিনি চরম অভিমান নিয়ে কয়েকবার আত্মহত্যারও হুমকি দেন।
২৫ জুলাই দুপুরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ার পর সন্ধ্যা পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় ঘরের লোকজন তার শয়ন কক্ষের সিলিং বিটে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy