কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের টেকনাফের তিন মাদক পাচারকারীকে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ওই ইয়াবা পাচারের বিনিময়ে তারা তিন লাখ টাকা পেত বলে পুলিশকে জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলার বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার তিনজন হলো- কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।
এদের মধ্যে মাহমুদুল এবং জাহেদ শিক্ষার্থী। আর ইব্রাহীম কৃষি কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ চৌকি বসায় বাঁশখালী আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকায়। এসময় দুইটি মোটরসাইকেলে করে আসা তিন যুবককে থামার সংকেত দিলে তারা মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।’
‘পালানোর সময় ধাওয়া করে পুলিশ তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করে,’ যোগ করেন তিনি।
‘ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামের একটি চক্রের কাছে হস্তান্তর করার কথা ছিলো। এর বিনিময়ে তারা তিন লাখ টাকা পেত বলে পুলিশকে জানিয়েছে। কিন্তু তার আগেই তারা ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার কাছ থেকে এই ইয়াবাগুলো নিয়ে আনা হয়েছে এবং কাকে দেওয়া হবে।’
এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে।
Posted ৯:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy