হেলাল উদ্দিন,টেকনাফ :: দেশে ইয়াবা পাচারের ব্যস্ততম রুট কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির টহল দলের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে সাড়ে ১০ কোটি টাকার ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদী দিয়ে ভোরে ইয়াবার একটি বড় চালান অনুপ্রবেশের চেষ্টা চালায়।এসময় বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে মাদক পাচারকারীরা বিজিবি টহল দলের উপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। গোলাগুলিতে দুই বিজিবি সদস্যও আহত হয়।
পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,জব্ধকৃত নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy