হেলাল উদ্দিন, টেকনাফ :: মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় বিজিবি টহলদলের বাধার মুখে চোরাকারবারি ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ৫০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার ভোররাত চারটার দিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা সীমান্ত পয়েন্ট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এ তথ্যাটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
তিনি বলেন, বুধবার ভোররাতে লেদা সীমান্ত চৌকির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার মোহাম্মদ নওশের আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চৌকি হতে আনুমানিক ২,৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বিআরএম-১০ হতে ৮০০ গজ উত্তর পূর্বে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের পাশে নাফ নদীর চরে গমন করে।
এসময় একজন লোককে একটি বস্তা নিয়ে নাফনদী থেকে উঠে আসতে দেখলে তাকে থামানোর জন্য সংকেত দিলে অমান্য করে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ৫০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy