বিশেষ প্রতিবেদক,টেকনাফ(১৮ ডিসেম্বর) :: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদের তীর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার জানান, সকালে স্থানীয় জেলেরা একটি লাশ দেখে বিভিন্ন মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ থানা পুলিশের একটি টিম সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন।
তিনি আরো বলেন, মৃতদেহের শরীরে কোনো কাপড় ছিল না। চেহারাও তেমন বুঝা যাচ্ছে না। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy