হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী এলাকার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।
এপিবিএন পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে এপিবিএন পুলিশ মুচনী নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকে অভিযান চালিয়ে ৪শত পিচ ইয়াবা বড়ি ও দেশীয় তৈরী অস্ত্রসহ ৩ রোহিঙ্গাকে আটক করে ।
আটককৃতরা হলো, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের হামিদ হোসনের ছেলে সৈয়দুল আমিন(২৫), নয়াপাড়া ক্যাম্পের ই-ব্লকের শামসুল আলমের ছেলে নুরুন্নবী(২৯) ও একই ক্যাম্পের এফ-ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে কবির মাঝি(৫২) কে ইয়াবা বড়ি ও অস্ত্রসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা বড়ি ও অস্ত্রসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy