শহিদুল ইসলাম,উখিয়া(১৪ মার্চ) :: টেকনাফের শাপলাপুর এলাকায় র্যাব-১৫ শুক্রবার দিবাগত রাতে আবু তাহেরের সুপারী বাগানে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও স্বর্ণ সহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোঃ ছিদ্দিকের ছেলে সন্ত্রাসী মোঃ শরিফ হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায় অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা মোঃ শরিফ হোসেন অস্ত্র, ইয়াবা ও স্বর্ণ নিয়ে শাপলাপুর এলাকা থেকে আসার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নিকট থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি বন্দুক ৩ রাউন্ড কার্তুজ ২৪ ভরি স্বর্ণ ৪ হাজার পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা।
র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান এ ব্যাপারে টেকনাফ থানায় শনিবারে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ২০ লক্ষাধিক টাকা।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy