কক্সবাংলা রিপোর্ট(১৬ ডিসেম্বর) :: কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ৯ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এক মেইল বার্তায় জানায়,৭ ডিসেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের নতুন মেরিন ড্রাইভ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প নং-২৩ এর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর রাত পৌনে ১টায় র্যাব-১৫’র একটি দল আভিযান চালিয়ে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়ার ৯নং ওয়ার্ড এর ফরিদ আহাম্মদ ও ফাতেমা খাতুনের পুত্র মোঃ শওকত আলী (২৩)কে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯ হাজার ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৫ লক্ষ ১,৫০০ টাকা।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy