হেলাল উদ্দিন, টেকনাফ :: সীমান্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ হাজার ৮৭০পিস ইয়াবা বড়িসহ দুদু আলম (২৫) নামের ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে হোয়াইক্যং বাজারের আমতলা থেকে তাকে আটক করা হয়।
আটক দুদু আলম হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার কবির আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী। এই অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ইয়াবা পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি কিছু ইয়াবা নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুদু আলমের সাথে থাকা একটি পলিথিনের ব্যাগে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ আটক মাদক পাচারকারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy