হুমায়ূন রশিদ,টেকনাফ(২৩ জুলাই) :: টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা বড়িসহ ১জনকে আটক করেছে। এই ঘটনায় অপর ১জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ২৩জুলাই বিকাল ৪টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রল অধিদপ্তরের একটি দল ক্রেতা সেজে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ায় অভিযানে যায়।
এসময় স্থানীয় সোলতান আহমদের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২১) মাদকের চালান নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওঁৎপেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ৩০ হাজার ইয়াবাসহ আটক করে ফেলে।
এই সময় ঘটনাস্থল থেকে খারাংখালী নতুন পাড়ার আজিজুল হকের পুত্র মোঃ ইব্রাহীম পালিয়ে যায়।
এই ব্যাপারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ১০:১২ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Chy