হুমায়ূন রশিদ,টেকনাফ(১২ সেপ্টেম্বর) :: টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমার হতে চোরাই পথে আনা ১৬টি মহিষ জব্দ করে কাস্টমসে দিয়েছে।
সুত্র জানায়,গত ১১ সেপ্টেম্বর রাত পৌনে ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দলের সদস্য হাবিলদার মনির সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার হতে চোরাই পথে আনা ১৬টি মহিষ জব্দ করে।
যা স্থানীয় হ্নীলা কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে। যার বাজার মূল্য ৮লাখ ২০হাজার টাকা।
স্থানীয় লোকজন জানায়,শক্তিশালী একটি সিন্ডিকেট কৌশলে মিয়ানমার হতে গরু,মহিষ চোরাই পথে এনে বিক্রি করছে।
এদিকে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের গরু-মহিষ নিয়ে এই ধরনের ঘটনা জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Posted ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy