হেলাল উদ্দিন,টেকনাফ :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে মো. হারুন নামে এক মাদক কারবারীকে আটক করে । এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ডিএনসির সদস্যরা।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্বরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হ্নীলা বাস ষ্টেশন জামে মসজিদের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে মাদক ব্যবসায়ী হারুন(২৪)কে ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়ি ও আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ২:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy