হুমায়ূন রশিদ,টেকনাফ(২৩ ডিসেম্বর) :: টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকায় সংঘবদ্ধ চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মানুষের চাষাবাদকৃত বাগানের কলা-পেঁপে, ছাগল ও মোরগ-মুরগী চুরি বৃদ্ধি পাওয়ায় জনজীবন অস্থির হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা যায়,গত শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরী কোনা পাড়ার মৃত লুলু হাজীর পুত্র জাফর আলমের মালিকানাধীন কলাবাগান হতে ৩টি দেশীয় কলার ছড়া, উন্নত জাতের পেঁপে বাগান হতে ২০টির অধিক পেঁপে চুরি করে নিয়ে যায় স্থানীয় দূবৃর্ত্তরা।
তদন্ত করে স্থানীয় মঞ্জুর ফকিরের পুত্র মাঈনুদ্দিন (২৩), মৃত মোঃ শফির পুত্র আনোয়ার (২১) ও আবুল হাশিমের পুত্র সাজেম উদ্দিন প্রকাশ বাকুটসহ ৫/৬জন দূবৃর্ত্ত এই জাতীয় ঘটনাং সংশ্লিষ্ট বলে বেরিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এই ধরনের একটি চোর সিন্ডিকেট এলাকায় ছাগল, মোরগ-মুরগী. ডেকসি-বদনা চুরি করে বেড়াচ্ছে। এমন কি প্রতিবেশী গ্রামের সুপারী বাগানের সুপারী পর্যন্ত গাছে রাখা যাচ্ছেনা।
এদের কঠোর হাতে দমনের জন্য কেউ না থাকায় দিন দিন এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। চিহ্নিত এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy