হুমায়ুন রশীদ,টেকনাফ(১২ জানুয়ারি) :: কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় সীমান্ত রক্ষী বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে।
জানা যায়, শনিবার ভোররাত সাড়ে ৩টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী সংলগ্ন নাফনদীর আনোয়ার প্রজেক্ট বেড়িবাঁধ দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশ করে।
বিজিবি জওয়ানেরা থামানোর জন্য বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা গুলি করলে ঘটনাস্থলে ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারী নিহত হয়। তাদের কোমরে বাঁধা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সকালে এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নুরুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিতে ইয়াবাসহ দুই পাচারকারী নিহত হয়।
উল্লেখ্য গত তিন মাসে মাদক বিরোধী অভিযানে টেকনাফে এ পর্যন্ত(১২ জানুয়ারী) ৩৪ জন নিহত হয়েছে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy