হেলাল উদ্দিন, টেকনাফ :: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় টেকনাফ উপজেলার এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে টেকনাফ পৌর শহরের বাস ষ্টেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনা যোদ্ধা ডাক্তার প্রণয় রুদ্র এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে, শহরের ঝর্ণা চত্বর, শাপলা চত্বর ও জীপ ষ্টেশন মোড় এলাকায় সকলের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় সবাইকে স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্ধুদ্ধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা এসএসসি ৯৭ ব্যাচের একরাম, সাইফুল, ইব্রাহিম, ইসমাইল, আবুল কালাম, মহসিন, পিকলু, এনায়েত, গিয়াস, নাছির, বেলাল, সৈয়দ করিম, ফেরদৌস, হুমায়ুন, জুয়েল, নুরুল আমিন ও কবির প্রমূখ।
মাস্ক বিতরণকালে এসএসসি ৯৭ ব্যাচের উপস্থিত সকলে বলেন, কোভিড—১৯ করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকল মানবিক কার্যক্রমের সাথে টেকনাফ উপজেলা এসএসসি ৯৭ ব্যাচ সবসময় পাশে থাকবে।
এর আগে সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে মাস্ক দেয়া হয়। এইসময় এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা আন্তরিকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে।
Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy