হেলাল উদ্দিন,টেকনাফ :: বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ- পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা বড়িসহ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার এক মেইল বার্তায় কোস্টগার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মাঠপাড়া সংলগ্ন রাস্তার মাথা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা বহন করে নিয়ে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় বিসিজি স্টেশন উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী টেকনাফ উপজেলার মিঠাপানিরছড়ার রাজারছড়া গ্রামের হাজী মাকিন মিয়ার পুত্র মোঃ হেলাল (২২)।
এ ব্যাপারে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy