কক্সবাংলা রিপোর্ট(১৭ জানুয়ারী) :: কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অধ কোটি টাকার সাড়ে ৯ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
১৭ জানুয়ারী বিকালে এক মেইল বাতায় জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে,টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকায় একটি বাড়িতে ইয়াবার মজুদ রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর সাড়ে ৪টায় বিসিজি স্টেশান কর্তৃক উক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে তল্লাশি করে বাসা হতে ৯৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ ছানোয়ারা বানু (১৯) নামে এক রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় যে, তিনি লেদা-২৪ নং ক্যাম্পের এল এস এস বি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী মোঃ লাল মিয়ার মেয়ে।
এ ব্যাপারে কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী মাদক কারবারী জানায়,সে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিল।
তিনি আরও জানান,আটককৃত নারী মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy