হুমায়ূন রশিদ,টেকনাফ(২ অক্টোবর) :: টেকনাফে বিজিবি ও কোস্ট গার্ডের জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবা বড়ি ও ১লক্ষ ১৭ হাজার টাকার বিয়ার জব্দ করেছে।
সুত্রে জানা যায়,২অক্টোবর সকাল সাড়ে ৮টারদিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের টেকনাফ ষ্টেশনের কমান্ডর লেঃ কমান্ডার এম জাফর ঈমাম সজিব গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল নিয়ে চাইরন খাল নামক এলাকায় বিশেষ অভিযানে যায়।
কিছুক্ষণ পর খালের পাশ দিয়ে ২জন লোক ২টি বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের নিকটে এসে তাদেরকে তাড়া করলে বস্তা ২টি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ৪৪ক্যান আন্দমান গোল্ড বিয়ার,১০০ক্যান সিঙ্গা বিয়ার,১৪বোতল রয়েল গ্রাউন্ড হুইস্কি, ৬ক্যান চাইরাম বিয়ার,৩৬ক্যান চাং ক্লাসিক বিয়ার জব্দ করা হয়। যার বাজার মূল্য ১লক্ষ এছাড়া ১৭হাজার টাকা।জব্দকৃত বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গত ১অক্টোবর টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নায়েক মোঃ মনিরুল ইসলাম দিন-দুপুরে ইয়াবার চালান পাচারের বিশ্বস্থ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে হ্নীলা পুরাতন বাজার-বাসষ্টেশন রোডের চার রাস্তার মাথায় একটি যাত্রীবাহী রিক্সা থামিয়ে তল্লাশী করলে ব্যাগটি ফেলে পাচারকারী এক যুবক পালিয়ে যায় বলে জানা গেছে। পরে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬০লক্ষ টাকার ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এদিকে রাত সোয়া ৯টায় শাহপরীরদ্বীপ বিওপির নায়েক মোঃ মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়ায় নিয়মিত টহলে টহলে যায়। কিছুক্ষণ পর ২জন লোক ব্যাগ নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে হাতে থাকা ব্যাগ ২টি ফেলে পার্শ¦বর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ ২টি ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Posted ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy