হেলাল উদ্দিন,টেকনাফ(১ জুলাই) :: কোস্ট গার্ড সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
৩০ জুন সন্ধ্যা সাড়ে ৫টায় বিসিজি স্টেশান টেকনাফের একটি দল সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশী করে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী টেকনাফ থানার সাবরাং উত্তর নয়াপাড়ার মৌলভী আমির হোছেনের ছেলে মোঃ জালাল উদ্দিন।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে,টেকনাফে আইন শৃঙ্খলাবাহিনীর দৃষ্টির অগোচরে বেশ কিছু ইয়াবা এক স্থান হতে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিসিজি স্টেশান টেকনাফের একটি দল সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশী করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি জব্ধ করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy