হুমায়ূন রশিদ,টেকনাফ(২৪ ডিসেম্বর) :: টেকনাফে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করা হয়।
২৪ ডিসেম্বর সকালে টেকনাফ পৌর বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ক্ষুদে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা ওর্য়াল্ড ভিশনের এসিসট্যান্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।
এফএম বশির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোছাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস।
এছাড়া ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের অর্থায়নে মুসলিম এইডের উদ্যোগে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি নাফরিন সুলতানা, শ্রাবণী বিশ^াস, সেজুতি শর্মা, মুসলিম এইডের এফএম আবু হাসান, রেজাউল করিম, আশরাফ আলী, হাবিবুর রহমান, আবু বক্কর ছিদ্দিক ও প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন,হোয়াইক্যং কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী রোজা ইসমা তালহা, ২য় স্থান অধিকার করেন হোয়াইক্যংয়ের নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী উম্মে সাদিয়া, ৩য় স্থান লাভ করেন বাহারছড়া নোয়াখালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Posted ১১:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy