হেলাল উদ্দিন,টেকনাফ(২৭ জুন) :: টেকনাফের হোয়াইক্যং গাড়ি তল্লাশি করে ২ হাজার ইয়াবাসহ আব্দুল্লাহ (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটক আব্দুল্লাহ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার স্থানীয় বাসিন্দা আবু আহমদের ছেলে।
এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার (২৭ জুন) বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিজিবি তল্লাশি চৌকি এলাকায় একদল বিজিবির চৌকশ অভিযানিক দল টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আবদুল্লাহকে আটক করা হয়।
পরে তাকে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy