হুমায়ূন রশিদ,টেকনাফ(৮ জুলাই) :: টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের এক হাবিলদার টহলে যাওয়ার পথে হার্টএটাক করে বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
বিশ্বস্থ সুত্রে জানা যায়,৭জুলাই রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার (কোয়ার্টার মাষ্টার) তোফাজ্জল হোসেন (৫৮) সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে দক্ষিণ পার্শ্বে জালিয়াপাড়া,চৌধুরী পাড়া পয়েন্টে টহলে যাওয়ার জন্য বের হয়।
ফুলের ডেইল সড়ক পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলের ডেইল-দরগাহ পাড়া সড়কের জনৈক রাজুর দোকানের সামনে পৌঁছলে হঠাৎ ঢলে পড়ে যান।
সর্ঙ্গীয় জওয়ানেরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তার পিতার নাম জানা না গেলেও গ্রামের বাড়ির ময়মনসিংহে বলে জানা গেছে।
এই বিষয়ে ব্যাটালিয়ন সদরের মুঠোফোনে যোগাযোগ করে রিসিভ না হওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
এই রিপোর্ট লেখার সময় নিহত বিজিবি সদস্যের মৃতদেহ ব্যাটালিয়ন সদরে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এইদিকে এই হাবিলদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো ব্যাটালিয়ন সদরসহ জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy