হেলাল উদ্দিন,টেকনাফ :: মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে বিজিবির বাধার মুখে দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালাল পাচারকারীরা। পরে ওই বস্তার ভিতর থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিরখাল সংলগ্ন লবণ মাঠ থেকে ইয়াবা ভর্তি দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি রবিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার মোচনী লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে । এ সংবাদের ভিত্তিতে লেদা সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। এর সঙ্গে আরও কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠ ও বেড়িবাধের পিছনে গোপনীয় অবস্থান গ্রহণ করেন ।
রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে দুজন ব্যক্তিকে ছুরিখাল বিজিবি পোষ্ট থেকে আনুমানিক ৩০০ মিটার দক্ষিণ-পশ্চিমে এবং বিআরএম-১০ থেকে ৮০০ মিটার উত্তর-পূর্ব কোন দিয়ে লবণের মাঠের ভেতর দিয়ে দুটি বস্তা কাঁধে মোচনী গ্রামের দিকে “নাইট ভিশন ডিভাইস” ধারা যেতে দেখে উক্ত ব্যক্তিদ্বয়কে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা দুইটি ফেলে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে মোচনী গ্রামের ভিতর ঢুকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা লবণের মাঠ থেকে পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধার করা বস্তার ভিতরে ৭ কোটি ৫০ লাখ টাকার মূল্যমানের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বডি পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধার করা মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy