হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী অনুমোদনহীন বৈধ কাগজপত্রবিহীন ১৫টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। এসময় ট্রাফিক আইন অমান্যের করার অভিযোগে আরও ১০০টি মামলা রুজু করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন বাকে (মোড়) এ অভিযান চালানো হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া।
তিনি বলেন, টেকনাফ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দ্রুতগামী অনুমোদনহীন বিপুল সংখ্যক মোটরসাইকেল চলাচলের পর্যবেক্ষন করে আসছিল।
তারই সূত্র ধরে,বুধবার অভিযান চালানো হয়। এসময় দ্রুতগামী অনুমোদনহীন বৈধ কাগজপত্র না থাকায় ১৫ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
ওই সময় ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, বীমা ও হেলমেট না থাকায় মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ১০০টি মামলা রুজু করা হয়েছে।
Posted ১১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy