হুমায়ূন রশিদ,টেকনাফ(২৯ নভেম্বর) :: কক্সবাজারের টেকনাফে নিখোঁজ থাকা মোটর সাইকেল আরোহী যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, ২৯ নভেম্বর সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া বীচে একটি পরিত্যক্ত লাশের খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এরপর উদ্ধারকৃত মৃতদেহ সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ হানিফ (২৮) বলে বিভিন্ন সুত্রে থেকে সনাক্ত করে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
স্থানীয় ও স্বজনদের দাবী, গত ৮দিন আগে জনৈক আতœীয় মালয়েশিয়া গমনের জন্য পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে মোটর সাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়।
এদিকে তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy