হুমায়ূন রশিদ,টেকনাফ(১০ অক্টোবর) :: টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় আরো ১৫জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়,১০অক্টোবর ভোর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া,মিঠাপানীর ছড়া সংলগ্ন সীবীচ পয়েন্ট থেকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ,কোস্টগার্ড,ফায়ার ব্রিগেটের লোকজন গিয়ে ৯জনের মৃতদেহ উদ্ধার করেন। বিকালে বাহারছড়ার নোয়াখালী পাড়া হতে ১শিশু ও ২নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সন্ধ্যারদিকে টেকনাফ সীবীচের দক্ষিণ পাশ হতে আরো ৩জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান রোহিঙ্গা বোঝাই আরো ১৫জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। গত সোমবার নৌকা ডুবির ঘটনায় ১৪জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়ভাবে দাফন করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় ২৯জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের সংখ্যা আরো বাড়তে পারে।
Posted ১:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy