হেলাল উদ্দিন, টেকনাফ :: বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ- পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফিটিং করে লুকিয়ে রাখা ইয়াবাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ৪ নভেম্বর রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারে রাখা একটি পিকআপ (চট্টমেট্টো-ন-১১-৮৪৪৮) তল্লাশী করে পেছনের বক্স বাম্পারে ঝালাই করে অভিনব কায়দায় ফিটিং অবস্থা হতে ১৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করতে সক্ষম হয়।
এই পিকআপ গাড়ির প্রকৃত মালিক কে এবং চালক কে ছিল তা তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy