হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে আদর্শ কেজি স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেকনাফ আদশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেকনাফ আদশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে হোয়াইক্যং লাতুরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বোস, বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আরও অনেকের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy