হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সাথে গোলাগুলিতে শালবন এলাকার ভয়ংকর রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর প্রধান ডাকাত জহিরসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার পৌনে ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের শালবন পাহাড়ে এই ঘটনা ঘটে।
র্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সঙ্গে র্যাবের প্রায় ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর গভীর পাহাড়ে অভিযান চালায় র্যাব। এসময়, জকির বাহিনীর প্রধান জকিরসহ মোট তিন জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার ও ২৫ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে।
বন্দুকযুদ্ধে র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে যোগ করেন তিনি।
জকির বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদকসহ ২০টি মামলা রয়েছে জানিয়ে মেজর মেহেদী হাসান বলেন, ওই এলাকায় কয়েকদিন আগে এক রোহিঙ্গা যুবক অপহৃত হন। মঙ্গলবার তাকে উদ্ধার করতে অভিযান পরিচালনার সময় জকির বাহিনীর সঙ্গে র্যাবের এই বন্দুকযুদ্ধ হয়।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy