হুমায়ূন রশিদ,টেকনাফ(১৪ অক্টোবর) :: টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকার ইয়াবা বড়ি,মিয়ানমারের দুই নাগরিকসহ ৩জনকে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,১৪ অক্টোবর ভোররাত ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আতাউর রহমান ও বিশেষ টহল দলের হাবিলদার মনিরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল দল নিয়ে হ্নীলা হোয়াব্রাং এলাকায় অভিযানে যায়।
ইয়াবার চালান নিয়ে আসার সময় ১নং স্লুইচ গেইট এলাকার ছৈয়দ নুরের পুত্র মোঃ রফিকুল (২২), মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাগাকুরার আবুল বাশারের পুত্র মোস্তাক আহমেদ (৩৮) ও নুর আলমের পুত্র গফুর(২৫)কে ৩০লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা বড়িসহ আটক করে।
এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হোয়াব্রাং এলাকার মৃত সোলতান আহমদের পুত্র ফায়সাল ও সোলতান আহমদের পুত্র হেলাল উদ্দিনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ১১:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy