হুমায়ূন রশিদ,টেকনাফ(৪ নভেম্বর) :: টেকনাফে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে বিজিবি-বিজিপির ২৯তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ৪ নভেম্বর সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল এবং প্রতিপক্ষ মিয়ানমারের ২ বিজিপি ব্রাঞ্চের গাইগুন ক্যাম্পের পুলিশ ল্যাপ্টেন কিই ছুঁয়ের নেতৃত্বে ১৪ সদস্যের টহলদল নিজস্ব স্পীডবোটযোগে স্পীডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন।
উক্ত যৌথ টহলকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।
শেষে উভয়পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, চলতি বছরের গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি, আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি এবং নভেম্বর মাসে ১টিসহ মোট ২৯টি যৌথ টহল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy