হেলাল উদ্দিন,টেকনাফ(১১ আগস্ট) :: টেকনাফে একটি বিদেশী পিস্তলসহ মোহাম্মদ আয়াছ (১৯) নামে একজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নূরালী পাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকের বাসিন্দা মৃত হোসেন মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার বিকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
শেখ সাদী বলেন, সোমবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় অস্ত্র ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা সড়কের উপড় অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ওই স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করে।
পরে আটক যুবকের দেহ তল্লাশী করে কোমরের পিছনে গোঁজানো অবস্থায় একটি বাটসহ ৭.৫ ইঞ্চি লম্বা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।পরে আসামীকে অস্ত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট অস্ত্র আইনের মামলা রুজু করে আটক আসামীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ৭:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy