হুমায়ূন রশিদ,টেকনাফ(২৯ নভেম্বর) :: টেকনাফে বিদেশ ফেরত এক যুবক মাদকাসক্ত ও হতাশা গ্রস্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে।
জানা যায়, ২৯ নভেম্বর দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনায় শুক্কুরের বাড়ি হতে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে আব্দু শুক্কুরের পুত্র মালয়েশিয়া ফেরত ও মাদকাসক্ত পুত্র মোঃ জোবাইর (২৮) এর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে। লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন মুখে শোনা যায়, আতœহননকারী যুবক বিগত ৩ বছর মালয়েশিয়া প্রবাসে ছিল। প্রবাসে থেকেও মালয়েশিয়া যাওয়ার খরচ মেটাতে না পেরে চলতি বছরের মাঝামাঝিতে স্বদেশে ফিরে এসে বেকার হয়ে পড়ার পাশাপাশি ইয়াবা সেবনে মাদকাসক্ত হয়ে পড়ে। তা নিয়ে বাবার নিকট লোকজন নালিশ করলে সে ছেলেকে গালমন্দ করত।
একদিকে ঋণের বোঝা, বেকারত্ব ও মাদকের নেশায় নিরাশ হয়ে সে আত্মহত্যার পথ বেচে নেয় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে উক্ত যুবক আত্মহত্যা করেছে বলে প্রচার হলেও ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy