হেলাল উদ্দিন, টেকনাফ(১ সেপ্টম্বর) :: টেকনাফে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১লা সেপ্টেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে- অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
এতে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও বিভিন্ন ইউনিয়নের মেম্বার মহিলা মেম্বার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিথিরা বলেন, অবৈধ উপায়ে যাতে বিদেশে গমন না করে তার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি নিয়ম মেনে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যান তারা হয়রানির শিকার হয় না। যারা দালাল ও বেআইনিভাবে যান, তারা বিপদে পড়ে থাকেন।
তাই, প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে । বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের সকল মানুষকে আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যারা বৈধভাবে বিদেশ গমন করতে চাই তাদের সরকারি ভাবে সহযোগিতা করা হবে বলে জানান।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও প্রতিনিধিসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy