হুমায়ূন রশিদ,টেকনাফ(১ আগষ্ঠ) :: টেকনাফে মেরিন ড্রাইভ রোডে চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৪৩ হাজার ৬৫পিস ইয়াবা বড়ি ও মাইক্রোসহ ইয়াবা মোহাম্মদ আলীকে আটক করেছে।
জানা যায়, ১ আগষ্ঠ দুপুর ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী মেরিন ড্রাইভ রোড চেকপোষ্টে দায়িত্বরত হাবিলদার মোঃ বাচ্চু মৃধার নেতৃত্বে টহলদল টেকনাফ হতে একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-১১-৩২০১) তল্লাশী চালিয়ে মাইক্রোর সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ইয়াবা ভর্তি ২শ ১৬টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়।
যা গণনা করে ১ কোটি ২৯ লক্ষ ১৯ হাজার ৫শ টাকা মূল্যমানের ৪৩ হাজার ৬৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা পাচারে ব্যবহৃত ২০লক্ষ টাকা মূল্যমানের মাইক্রোবাসসহ টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার ফয়েজ আহমদের পুত্র চালক মোহাম্মদ আলী (৩২)কে আটক করা হয়।
ধৃত ইয়াবা পাচারকারীকে ৪৮পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। অবশিষ্ট ৪৩ হাজার ১৭ পিস ইয়াবা প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। জব্দকৃত কৃত মাইক্রোবাসটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy