হুমায়ূন রশিদ,টেকনাফ(২৬ সেপ্টেম্বর) :: টেকনাফে খেলতে গিয়ে মাটি কাটার গর্তে ডুবেই এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে।
জানা যায়,২৬সেপ্টেম্বর বিকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলের শাকের আহমদের কন্যা শাকিলা বেগম (৪) সর্ঙ্গীয় ছেলেদের সাথে খেলা করে ফেরার সময় পাশ্ববর্তী মাটি কেটে সৃষ্ট গর্তের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে সন্ধ্যার আগে খুঁজতে বের হলে শাকিলার চাচা আব্দুল মতলব ঐ গর্তের পানিতে লাশ ভাসতে দেখলে শোর-গোলের সৃষ্টি হয়ে কান্নার রোল পড়ে যায়।
তাকে উদ্ধার করে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় মেম্বার শাহ আলম সিকদার পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।
Posted ৯:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy