হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শনিবার বিকেল চারটার দিকে টেকনাফ পৌরসভার মেরিন সিটি হাসপাতালের সম্মেলন কক্ষে থানা পুলিশে আয়োজনে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো হাফিজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে হাসপাতালের নিচের মার্কেটের একটি কক্ষে বিট পুলিশিং কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার মো হাসানুজ্জামান ( পিপিএম সেবা)। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (উখিয়া টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসাইন, টেকনাফ মডেল থানার অপারেশন কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির হোসেন এম এ, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-৩ কোহিনুর আক্তার, কাউন্সিলর আবু হারেস, কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর প্রমূখ।
জেলা পুলিশ সুপার মো হাসানুজ্জামান বলেন, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”। সুষ্ঠু সমাজ গড়তে হলে সাধারণ জনগণের বিকল্প নেই। পুলিশ জনগণের বন্ধু। সমাজে চুরি-ডাকাতি এসব বন্ধ হলেই অপরাধ কর্মকাণ্ড কমে যাবে। এসমস্ত কর্মকাণ্ডের কারণেই মানুষ দিন দিন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব থেকে বাদ যাচ্ছে না কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এমনকি বৃদ্ধরাও।
তিনি আরও বলেন, ইয়াবা, মানব পাচার, হুন্ডি, ডাকাতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করে এক সঙ্গে কাজ করতে হবে। তাতে করে অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মুল করা সহজ হবে। মাদক কারবারি, সন্ত্রাসী, হুন্ডি ব্যবসায়ী ও মানব পাচারকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
Posted ১২:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy