হুমায়ূন রশিদ,টেকনাফ(১৫ নভেম্বর) :: কাংক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসনের নির্ধারিত দিন ভেস্তে গেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী চক্রের যোগ-সাজশে রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, ১৫নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার আলোচনা স্বাপেক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসনের নির্ধারিত দিন। উখিয়া উপজেলার ঘুমধুম পয়েন্ট দিয়ে এই প্রত্যাবাসন কার্য্যক্রম শুরুর কথা ছিল। প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং পুটিবনিয়া ক্যাম্পের ২৭ পরিবারের ৩শ ১৬ জনকে তালিকাভূক্ত করা হয়। রেজি:কৃত এসব রোহিঙ্গাদের নেওয়ার জন্য যানবাহন আসলে রোহিঙ্গারা গায়েব হয়ে যায়।
তখন ক্যাম্প সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বেকায়দায় পড়ে যান। বাংলাদেশের রোহিঙ্গা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের বুঝানোর চেষ্টা করে। তখন অনেক রোহিঙ্গা মিয়ানমারের ন্যাশনালিটি কার্ড ছাড়া ফিরে না যাওয়ার জন্য কান্নায় ভেঙ্গে পড়ে।
এরপর রোহিঙ্গারা সংঘবদ্ধ হয়ে ব্যানার নিয়ে প্রত্যাবাসন বিরোধী শ্লোগান দেয়। এরপর তারা নাগরিকত্ব ও যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নৃশংস হামলার ইন্দন এবং উস্কানীদাতা অংসান সুচি ও সেনা প্রধানের বিচার দাবী করেন।
উৎশৃংখল পরিস্থিতি ঠেকাতে ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা তাদের শান্ত করেন। এদিকে বিকাল ৪টারদিকে রোহিঙ্গাদের আরো একটি বড় গ্রুপ সংগঠিত হয়ে প্রত্যাবাসন বিরোধী মিছিল করার চেষ্টা চালালে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বাঁধার সম্মুখীন হয়।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্ধারিত দিনক্ষন ঠিক থাকায় এই ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের জন্য আরআরসিসহ টেকনাফ উপজেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন।
হঠাৎ করে তারা প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে। তাদের বুঝানোর চেষ্টা চলছে। এতে তারা স্বইচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে তাদের যেকোন মুর্হুতে স্বদেশে প্রত্যাবাসনের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
এদিকে হঠাৎ করে স্বদেশে ফিরে যেতে রোহিঙ্গাদের অনাগ্রহের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ঠান্ডা মাথায় কারা রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যেতে উস্কানি দিচ্ছে তা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy