হুমায়ূন রশিদ,টেকনাফ(২ জুন) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা বিগত মে মাসে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ২২ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ১শ ৩৫ টাকার বিভিন্ন মাদকসহ চোরাইপণ্য উদ্ধার করেছে।
জানা যায়, গত ১ মে হতে ৩১ মে পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ, সাবরাং, খুরের মুখ, নাজিরপাড়া, সদর বিওপি, শীলখালী অস্থায়ী চেকপোস্ট, দমদমিয়া, নয়াপাড়া, লেদা, হ্নীলা, খারাংখালী, ঝিমংখালী, ঊনছিপ্রাং ও হোয়াইক্যং বিওপিতে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে ৪৯টি মামলায় ২১ কোটি ৫৫ লক্ষ ৩৬ হাজার ৮শ টাকার ৭ লক্ষ ১৮ হাজার ৪শ ৫৬পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তম্মধ্যে ২৪ হাজার ৩শ ৫৬পিস ইয়াবা বড়িসহ ২৩জনকে আটক এবং ২জনকে পলাতক আসামী করা হয়। পরিত্যক্ত অবস্থায় ৬ লক্ষ ৯৪ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে মালিকবিহীন বিয়ারের ৬টি মামলায় ৪ লক্ষ ৬০ হাজার ৫শ টাকার ১হাজার ৮শ ৪২ ক্যান বিয়ার, বিদেশী মাদকের ৮টি মামলায় ৫ লক্ষ ৭০ হাজার টাকার ৩শ ৮০ বোতল বিদেশী মদ, দেশীয় চোলাই মদের ২টি মামলায় ৫৭ হাজার টাকার ১শ ৯০ লিটার চোলাই মদ, গাঁজার ১টি মামলায় ১শ ৭৫টাকার ৫০ গ্রাম গাঁজা, ফেন্সিডেলের ১টি মামলায় ১১ হাজার ৬শ টাকার ২৯ বোতল ফেন্সিডেলসহ মোট ১৮টি মামলায় ১০ লক্ষ ৯৯ হাজার ২শ ৭৫ টাকা এবং অন্যান্য চোরাই পণ্যের ৫৮টি মামলায় ১জন আটকসহ ৯১ লক্ষ ৩৭ হাজার ৬০টাকার চোরাইপণ্য জব্দ করা হয়।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy