হুমায়ূন রশিদ,টেকনাফ(৬ সেপ্টেম্বর) :: টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা শাহপরীরদ্বীপ,সাবরাং ও সদর ইউনিয়নের ১৫জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ককরা হয়েছে।
জানা যায়,৬ সেপ্টেম্বর ভোররাত হতে টেকনাফ মডেল থানা পুলিশ,বিজিবি ও কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর ছৈয়দ হোসনের পুত্র কবির আহমদ, ছৈয়দ আহমদের পুত্র মোঃ আমিন, বরইতলীর ওমর ফারুকের পুত্র সাঙ্গু, হাবিব ছড়ার ইসমাঈলের পুত্র মোঃ হোছন, সাবরাং আলীর ডেইলের রশিদ আহমদের পুত্র আবুল কালাম,মুন্ডার ডেইলের জাফর আহমদের পুত্র শহিদুল্লাহ, শাহপরীরদ্বীপের কালুর পুত্র এনায়েত উল্লাহ, গফুরের পুত্র মোঃ রজক, হোছন আহমদের পুত্র নুরুল ইসলাম, আব্দু সবুরের পুত্র শফি উল্লাহ, লেদা রোহিঙ্গা বস্তির ছৈয়দ আহমদের পুত্র ইউনুছ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আব্দুল্লাহর পুত্র আয়াত উল্লাহ,আব্দুল মালেকের পুত্র হাফেজ আহমদকে আটক করে।
আটককৃতদের পৃথকভাবে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও জাহেদ হোসেন ছিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার আদালতে হাজির করা হয়।
আটককৃতদের পৃথক ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজা প্রাপ্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান এই সত্যতা নিশ্চিত করেন।
Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy