হেলাল উদ্দিন,টেকনাফ(১৬ জুন) :: টেকনাফে র্যাব সদস্যরা প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৫ জুন রাত ১০টারদিকে কেরুনতলী সারিয়াং ব্রীজের উত্তর পাশে কয়েকজন অবৈধ অস্ত্রধারী অবস্থানের সংবাদ পেয়ে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল ঘটনাস্থলে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি-৩ এর বাসিন্দা মৃত ছলিমের পুত্র মোঃ শাহরুখ খান (২০) কে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে সচল ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড বুলেট উদ্ধার করে। আটক ব্যক্তি এসব অবৈধ অস্ত্র ও বুলেট সংগ্রহ করে বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে অস্ত্র ও বুলেটসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy