শাহজাহান চৌধুরী শাহীন(২ নভেম্বর) :: কক্সবাজারের টেকনাফে ৯৮০৫ পিস নিষিদ্ধ ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
র্যাব- ৯ এর টেকনাফ-২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার ( এএসপি ) মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার (২রা নভেম্বর) বেলা ১২ টায় টেকনাফ উপজেলাধীন হাবির ছড়া এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
এসময় আটক করা হয়, মোঃ করিম, পিতা: রহিম আলী, সাং হাবির ছড়া, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজারকে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ধৃত করিম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় সম্পৃক্ত থেকে এলাকার যুবসমাজকে বিপথগামী করে যাচ্ছিল।
র্যাব- ৯ এর টেকনাফ-২ ক্যাম্প কমান্ডার এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, দেশকে মাদকের অভিশাপমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ডিজি র্যাব বেনজীর আহম্মদ মহোদয়ের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ যুদ্ধ অব্যাহত রাখা হয়েছে।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy