হুমায়ূন রশিদ,টেকনাফ(১৩ জুলাই) :: টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে এক ব্যক্তির ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়,১৩জুলাই সন্ধ্যা সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির এ ব্লকের ২১৩নং রুমের বাসিন্দা ছৈয়দুল আমিনের মাদকাসক্ত পুত্র আব্দুস শুক্কুর (২৮)এর মৃত দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঝুলন্ত লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে। লেদা রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান ডাক্তার দুদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ১২জুলাই সন্ধ্যায় সে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ১৩জুলাই সন্ধ্যা পর্যন্ত দরজা বন্ধ থাকায় লোকজন কি হল জানতে চেয়ে ঐ মাদকাসক্ত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চারদিকে হৈ চৈ পড়ে যায়।
সে প্রায় দুই বছর পূর্বে মিয়ানমার থেকে এক মহিলাকে এনে বিয়ে করে। কিন্তু সে ইয়াবা,বিয়ারসহ যাবতীয় মাদক সেবন করে মাতলামি করায় ঐ মেয়ে তাকে ছেড়ে মিয়ানমারে ফিরে যায়।
এরপর আরো মাদকাসক্ত হয়ে মা,বোন ও ভাইকে নিপীড়ন করায় তাকে ছেড়ে তারা অভিমানে কক্সবাজারের দিকে গিয়ে বসবাস করছে। ইতিমধ্যে শূন্য ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
Posted ১১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy