হুমায়ূন রশিদ,টেকনাফ(১ জানুয়ারী) :: টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে খাল হতে ভাসমান নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়,১ জানুয়ারী বিকাল ৪টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মধ্যবর্তী প্রবাহমান খালে রোহিঙ্গা শিশুরা একটি নবজাতকের ভাসমান লাশ দেখতে পেয়ে হৈ ছৈ করলে লোকজন জড়ো হয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এই নবজাতকের মা কে, কেন এই নবজাতকের এই দশা তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও রোহিঙ্গা ক্যাম্প কমিটি এবং মুরুব্বীরা এই নবজাতককে দাফনের প্রস্তুুতি নিয়েছে বলে জানা গেছে।
এদিকে একাধিক সুত্রমতে, কোন প্রেমিক-প্রেমিকা অথবা কারো অবৈধ সম্পর্কের বলীর পাঁঠা হতে হল এই অবুঝ শিশুকে। এই ন্যাক্কারজনক ঘটনায় মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
Posted ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy