বিশেষ প্রতিবেদক(২২ ডিসেম্বর) :: কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ১হাজার ৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নেজামকে গ্রেফতার করেছে ।
শুক্রবার দিবাগত রাতে টেকনাফ মডেল থানার এসআই মো. শরীফুল ইসলামের নেতৃত্বে টেকনাফ সদরের গোদারবিল ফায়ার সার্ভিসের সামনের এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে
শনিবার তাকে কক্সবাজার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নেজাম উদ্দিন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আবদুস সবুরের ছেলে।
সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। মাদক ব্যবসায় জড়িত হওয়ার পর সম্পদের পাহাড় গড়ে তুলেছে নেজাম। ইয়াবা বিক্রির অবৈধ টাকা দিয়ে একাধিক মিনিবাস,ফিশিং ট্রলার কিনেছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবাসহ নেজাম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
Posted ১১:০১ অপরাহ্ণ | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy