হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফে অবস্থানরত হিজড়া ( তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২৪ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে আয় বর্ধক প্রশিক্ষণের আওতায় আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত ইসলাম।
প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে তাঁরা বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গের আল্লাহর সৃষ্টি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার দিয়েছেন।
অনুষ্ঠান শেষে হিজড়া ( তৃতীয় লিঙ্গেদের) মাঝে সনদ ও কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy