হুমায়ুন রশীদ,টেকনাফ(১২ নভেম্বর) :: কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
আটককৃত হচ্ছেন, টেকনাফ হোয়াইক্যং ইউপির ঝিমংখালী মিনাবাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে জাফর আলম (৩৩)।
সোমবার (১২ নভেম্বর) বিকালে র্যাব-৯ টেকনাফ-২ ক্যাম্পের ইনচার্জ (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বিষয়টি নিশ্চত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ২:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy