সংবাদ বিজ্ঞপ্তি(১৫ জানুয়ারি) :: কক্সবাজারের টেকনাফে ৪০টি সংস্কারকৃত সাইক্লোন শেল্টার হস্তান্তর করতে যাচ্ছে ডব্লিউএফপি।
সফলভাবে সাইক্লোন শেল্টার সংস্কারের কাজ সম্পন্ন করার পর বাংলাদেশ সরকারের কাছে তাহস্তান্তর করার জন্য আগামী রবিবার, ১৯ জানুয়ারি উত্তর শিলখালীতে এক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
১৫ জানুয়ারি এক মেইল বার্তায় এ তথ্য জানায় ডব্লিউএফপি কমিউনিকেশন অফিসার আতানু শর্মা।
২০১৮ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত হওয়া ডিজাস্টাররিজিলিয়্যান্স প্রজেক্ট-এর প্রথম ধাপের অংশ হিসেবে, ডব্লিউএফপি কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় ৪০টি সাইক্লোন শেল্টার সংস্কার করেছে।
কক্সবাজার দেশের অন্যতম এক দুর্যোগ-আক্রান্ত জেলা,যেখানে প্রায়ই সাইক্লোন ও সেই সাথে ঝড়, আকষ্মিক বন্যা ও ভূমিধ্বস আঘাত হানে।
এইসব দুর্যোগের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে ও তা মোকাবেলা করতে স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে উখিয়া ও টেকনাফের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যৌথভাবে প্রয়োজনের মাত্রা বিবেচনা করে ও টেকনিক্যাল যাচাই-বাছাই করে, সংস্কারের জন্য সাইক্লোন শেল্টার নির্বাচন করা হয়।
ডেপুটি কমিশনারের অফিস (ডিসি অফিস) ও ইউএনও অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবংডব্লিউএফপি-র প্রতিনিধিগণ উক্তঅনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy