হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এরমধ্যে একটি ঘটনায় ১০ হাজার ইয়াবা বড়িসহ মোহাম্মদ ইলিয়াছ হোসেন (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।
সে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকায় মৃত কাদির হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯টায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফ নদী বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পলিথিন ব্যাগে মোড়ানো ৬০হাজার ইয়াবা বড়ি উদ্ধার ও একইদিন রাত আটটার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়া বিজিবি তল্লাশি চৌকি এলাকায় কক্সবাজারগামী একটি অটোরিকশা (সিএনজি) গাড়িতে তল্লাশি চালিয়ে ১০হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়েছে ।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা, অটোরিকশা ও পাচারকারীকে টেকনাফ মডেল থানা পুলিশে সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপিরদিকে ১৫ নভেম্বর অপর এক অভিযানে টেকনাফের নাফনদীর হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy